দুলিয়াজানে দ্বিমুকুট প্যাডলার দিবিজা পালের
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : দুলিয়াজানে আসাম মেজর র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দ্বিমুকুট জিতলেন শিলচরের প্রতিভাবান প্যাডলার দিবিজা পাল। মেয়েদের অনূর্ধ্ব ১১ ও ১৩ বিভাগে চ্যাম্পিয়ন হলেন তিনি। শিলচরের আরেক প্রতিভাবান প্যাডলার বিপ্রজিৎ পাল জেতেন ছেলেদের অনূর্ধ্ব ১১ খেতাব। এই বিভাগে রানার্স হন শিলচরেরই এম জেনিথ সিং। অনূর্ধ্ব ১৩-তে রানার্স হন বিপ্রজিৎ।
রবিবার প্রতিযোগিতার শেষ দিন অনূর্ধ্ব ১১ ফাইনালে গুয়াহাটির ঈশানি গগৈকে স্ট্রেট সেটে হারান দিবিজা। অনূর্ধ্ব ১৩ ফাইনালে প্রথম সেট হেরে যান দিবিজা। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন সেট জিতে চ্যাম্পিয়ন হন। ছেলেদের অনূর্ধ্ব ১১ ফাইনালে জেনিথকে হারান বিপ্রজিৎ। অনূর্ধ্ব ১৩ ফাইনালে শিবসাগরের অরুহান দাসের কাছে হারেন তিনি। এদিকে, উভয়কেই জেলা ক্রীড়া সংস্থার পক্ষে অভিনন্দন জানিয়েছেন সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য।