শিলচরে পা রাখতেই জনজোয়ারে ভাসলেন দিলীপ পাল

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : গুয়াহাটিতে দিলীপ পালের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করার পর সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। বুধবার দিলীপ পাল গুয়াহাটি থেকে শিলচর পদার্পনের খবর পেয়ে তাঁর সমর্থকরা রেলস্টেশনে ভিড় জমানোর পাশাপাশি দলীয় পতাকা হাতে নিয়ে ‘জয় শ্রীরাম’ ও ‘বিজেপি জিন্দাবাদ’ ধ্বনিতে গোটা স্টেশন চত্বরের আকাশ-বাতাস মুখরিত করে তোলেন।

সতীর্থদের ইচ্ছা ও আগ্রহকে সম্মান জানিয়ে ঘরে ফিরেছি : দিলীপ______

এদিন রেলস্টেশনে পৌঁছা মাত্রই জনজোয়ারে ভাসলেন শিলচরের প্রাক্তন বিধায়ক। ফুলের মালা পরানো সহ উত্তরীয় দিয়ে দিলীপ পালকে বরণ করে স্বাগত জানানোর দৃশ্যটি ছিল নজর কাড়ার মতো। স্টেশনে পৌঁছে তিনি শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে শহিদদের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

শিলচরে পা রাখতেই জনজোয়ারে ভাসলেন দিলীপ পাল

সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচরের প্রাক্তন বিধায়ক জানান, ঘরে ফিরে তাঁর সতীর্থ, সহকর্মী ও সহযোদ্ধাদের বাদনহারা উচ্ছাসে তিনি আপ্লুত। সতীর্থদের ইচ্ছা ও আগ্রহকে সম্মান জানিয়ে তিনি পুনরায় নিজ ঘরে ফিরে এসেছেন। কেন্দ্র ও রাজ্য স্তরের শীর্ষ নেতাদের নির্দেশ ও আদর্শ মেনে দলের কাজকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পালের।

শিলচরে পা রাখতেই জনজোয়ারে ভাসলেন দিলীপ পাল

নরেন্দ্র মোদিকে ৪৫০টি আসন উপহার দিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী আসনে অধিষ্ঠিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। দলকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি বিরোধী অপশক্তির মহাজোট পরিকল্পনাকে ভেস্তে দিতে সবাকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দিলীপ পাল। বিভিন্ন দল সংগঠন ছেড়ে মানুষ যেভাবে বিজেপিতে যোগদান করছে তা দলের জন্য শুভ সংকেত বলে মন্তব্য করেছেন প্রাক্তন বিধায়ক। বিরোধী দলকে একহাত নিয়ে, অশুভ শক্তির নাশ করে শুভ শক্তিকে ফিরিয়ে আনার সংকল্প গ্রহণের পাশাপাশি বিজেপি সরকার ফের ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন দিলীপবাবু।

Author

Spread the News