শিলচরে শিল্পী জুবিন গর্গের জন্মদিন উদযাপন আকসার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এই স্মরণসভায় প্রথমে জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তারপর জুবিনদাকে শ্রদ্ধা জানাতে সংস্থার সদস্যরা পরিবেশন করেন তাঁর জনপ্রিয় গান “মায়াবিনী”। পাশাপাশি বাংলা গানও পরিবেশন করেন উপস্থিত শিল্পীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি রূপম নন্দী পুরকায়স্থ বলেন, “আজ জুবিনদা আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তাঁর গান ও সৃষ্টি দিয়ে চিরদিন বেঁচে থাকবেন। আমরা সবাই জুবিন দার ন্যায়ের দাবি জানাই, তবে এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয় যা আইনশৃঙ্খলার অবনতি ঘটায়।”

তিনি আরও বলেন, “অসমের মুখ্যমন্ত্রী জুবিন দার ন্যায়বিচারের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এ বিষয়ে অবিরাম কাজ করে চলেছেন। তাই আমরা জুবিন দাকে হৃদয়ে স্থান দেবো, কিন্তু তাঁর নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে—সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *