পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন হিমন্ত বিশ্ব শর্মা

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : গুয়াহাটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সন্ধ্যায় বরঝাড় লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালসহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গুয়াহাটিতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শহরজুড়ে সাজসজ্জা ও আলোকসজ্জার মাধ্যমে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হবে অসমের ঐতিহ্যবাহী বাগুরুম্বা নৃত্য।

এই বিশেষ অনুষ্ঠানে প্রায় ১০ হাজার শিল্পী একযোগে বাগুরুম্বা নৃত্যে অংশ নেবেন, যা এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করতে চলেছে। এই মহাযজ্ঞের মাধ্যমে বিশ্ববাসীর সামনে আবারও তুলে ধরা হবে অসমের সমৃদ্ধ ও মনোমুগ্ধকর লোকসংস্কৃতি। খাম, সিফুং, জথা ও জাপশ্রিংয়ের সুরে সুরে মুখরিত হয়ে উঠবে সরুসজাই স্টেডিয়াম ও তার আশপাশের এলাকা। ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যের এক অনন্য নিদর্শন হিসেবে এই অনুষ্ঠান বিশেষ গুরুত্ব বহন করছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *