জিরিঘাটে মাদক সহ গ্রেফতার ২, কালাইনছড়ায় বার্মিজ সিগারেট উদ্ধার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : জিরিঘাট বাগান রোড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে জিরিঘাট পুলিশ। গ্রেফতার হওয়া দু’জন হলেন আলিমুদ্দিন সেখ (৩৬) ও আকল আলি (৫৫)। দু’জনের বাড়ি বাড়ি জিরিঘাট সেখবস্তিতে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর ধৃতদের কাছ থেকে ৫৭.৯৭ গ্রাম হেরোইন, একটি সাবানের কেস এবং হলুদ রঙের ১৪টি শিশি উদ্ধার করা হয়। পাশাপাশি একটি স্কুটি ও তিনটি মোবাইল হ্যান্ডসেটও বাজেয়াপ্ত করা হয়েছে। সিডিএসপি পৃথ্বীরাজ রাজখোয়ার তত্ত্বাবধানে এবং জিরিঘাট থানার নবনিযুক্ত ওসি রানাকুমার নাথের নেতৃত্বে রবিবার এই সফল অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

এ দিকে, কালাইনছড়া পুলিশ চেক গেটে ফের একটি লরি থেকে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণের বার্মিজ সিগারেট। সঙ্গে এক সরবরাহকারীকে  আটক করেছে পুলিশ। রবিবার ভোরে কাছাড় থেকে মেঘালয় অভিমুখী AS -01MC -7673 নম্বরের একটি লরিতে কালাইনছড়া পুলিশ চেক গেটে কর্মরত পুলিশকর্মীরা তল্লাশি চালিয়ে উদ্ধার করেন ৮১কার্টুন বার্মিজ সিগারেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *