ভুয়ো চিকিৎসকের চিকিৎসায় মৃত্যু শ্রমিকের, গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : বিহালিতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ভুয়ো চিকিৎসকের চিকিৎসায় এক শ্রমিকের মৃত্যু ঘটল।  দরখ জেলার খারুপেটিয়ার শ্রমিক কুরবান আলির (৩০) মৃত্যু বিহালিতে শোকের ছায়া ফেলেছে। তথ্য অনুযায়ী, কুরবান আলি নামে এক শ্রমিক বিহালির চেরেলিয়ায় এআরবি ইটভাটায় কাজ করতে এসেছিলেন। বিহালির চেরেলিয়ায় অজয় মেডিক্যাল নামে এক ফার্মেসিতে অজয় কিষাণ রজত নামে এক ভুয়ো ডাক্তার শ্রমিক কুরবান আলিকে ইনজেকশন দিলে তিনি মারা যান। এই মামলায় ১০৬/২৪ নম্বর মামলার ভিত্তিতে অজয় মেডিক্যালের মালিক অজয় কিষাণ রজতকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠিয়েছে বিহালি পুলিশ।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর বিহালি সেরেলিয়ার বাসিন্দা অনিল ওরাং-এর স্ত্রী রাখি ওরাং (২৪) নামে এক মহিলা জোর করে ইঞ্জেকশন দিয়ে মারা যান। সেই সময় বিহালির দলীয় সংগঠন ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে কঠোর দাবি জানিয়ে ফার্মেসিটি সিল করে দেওয়ার এবং ফার্মেসিতে তালা লাগানোর দাবি জানিয়েছিল। তারপর জেলা মেডিসিন ইন্সপেক্টরের হস্তক্ষেপে আবার ফার্মেসি খোলা হয় এবং নার্সারি হোমের মতো চিকিৎসা চালানো হয়। কোরবান আলির মৃত্যুর জন্য বিশ্বনাথ জেলা প্রশাসনের জেলা মেডিসিন বিভাগের পরিদর্শক৷ ও  বিশ্বনাথ জেলা মেডিসিন ইন্সপেক্টরকে দায়ী করছেন বিক্ষুব্ধ জনতা। ইন্সপেক্টরকে গ্রেফতারের দাবি জানিয়েন এলাকার জনগণ।

ভুয়ো চিকিৎসকের চিকিৎসায় মৃত্যু শ্রমিকের, গ্রেফতার

Author

Spread the News