সবাইকে সমান গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার : কৃষ্ণেন্দু

হাইলাকান্দিতে অনুদান বণ্টন

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : উন্নয়নের ক্ষেত্রে সরকার সবাইকে সমান গুরুত্ব দেয়। সোমবার হাইলাকান্দিতে বিভিন্ন বিভাগের অনুদান বণ্টন করে রাজ্যের পশুপালন, মীন এবং লোক নির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল একথা বলেন। তিনি বলেন, বিভিন্ন বিভাগের উপকৃতদের বাছাই তালিকা চয়নের সময় সব সম্প্রদায়ের লোককে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়। বোয়ালিপারের ড. শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশন প্রাঙ্গনে সোমবার আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী পাল বলেন, ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার বরাক উপত্যকার উন্নয়নের জন্য পৃথক বিভাগ খোলা হয়েছে যা আগের কোন সরকার করে দেখাতে পারেনি।

মন্ত্রী আরও বলেন, সব প্রকল্প স্বচ্ছভাবে রূপায়ণ করা হচ্ছেৎ এবং হিতাধিকারীদের আধার লিঙ্কেজ করার ফলে ফাঁকিবাজির কোন স্থান নেই। চা-বাগান এলাকায়ও সমানতালে উন্নয়নের কাজ চলছে। রাজ্যের বাগান গুলিতে এ পর্যন্ত ১১৯ টি মডেল হাইস্কুল, রেশন কার্ড, স্বাস্থ্য সেবার সুযোগ-সুবিধা, পানীয়জল ইত্যাদির বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রী যারা ভবিষ্যৎ নাগরিক তাদের জন্য স্কুটি, ল্যাপটপ, সাইকেল সহ ছাত্রীদের জন্য ‘নিযুত মইনা’ নামক বৃত্তি প্রকল্পের কথা তুলে ধরেন। মন্ত্রী অনুদান বণ্টন করে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে বলে উল্লেখ করেন।

সবাইকে সমান গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার : কৃষ্ণেন্দু

এ দিন মোট তিনটি প্রকল্পের অনুদান বন্টন করা হয়। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯ হাজার ৮০৯ জনকেই মোট ৯ কোটি ৬৮ লক্ষ ৯৫ হাজার ৭৭৮ টাকা ডিবিটি অর্থাৎ অনলাইনে নগদকে হস্তান্তর করা হয়। পাশাপাশি মাইক্রো ফাইনান্স এর নো-ডিউজ সার্টিফিকেট ৫৮৩ জনকে বণ্টন করা হয়। এছাড়া ৪০টি এসএইচজি-কে তাদের উদ্যোগীকরন‌ প্রসারিত করার জন্য ৪০ হাজার টাকা করে সিড ক্যাপিটাল দেওয়া হয়। স্বাগত ভাষণে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে সোমবার যে বিভাগ গুলির অনুদান বণ্টন করা হয় সেগুলির কাজকর্মের উল্লেখ করে জেলায় এসএইচজি সদস্যদের তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন। এছাড়া সভায় মুন স্বর্ণকার, সন্দীপন পাল, জামাল উদ্দিন চৌধুরী, হরিমোহন রাজভর, ড. মিলন দাস, নারায়ন দেবনাথ উপস্থিত ছিলেন।

Author

Spread the News