শ্রীভূমিতে অনুদান প্রদান মন্ত্রী কৌশিক রায়ের

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : শ্রীভূমি জেলায় রাজ্য সরকার থেকে প্রদান করা মাইক্রো ফাইন্যান্স ইন্সেনটিভ (নো ডিউ সার্টিফিকেট), রিলিফ ডিবিটি ও সিড ক্যাপিটালের অনুদান আনুষ্ঠানিকভাবে প্রদান করলেন রাজ্যের খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, মাইন ও মিনারেল এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে এই অনুদান বন্টন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীভূমির ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত দীপক জিডুং এর পৌরোহিত্য অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথে  রামকৃষ্ণ নগরের বিধায়ক বিজয় মালাকার, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, প্রাক্তন বিধায়ক প্রণব নাথ, পুরসভার সভাপতি রবীন্দ্র চন্দ্র দেব, ডেভেলাপমেন্ট অথরিটির চেয়ারম্যান সুব্রত সাহা, রামকৃষ্ণ নগর পুরসভার চেয়ার পার্সন প্রতিমা নাথ, বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা পরিষদের সিইও মুন গগৈ, এডিসি ধ্রুবজ্যোতি দেব, জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, বিজেপি কর্মকর্তা বিশ্বরুপ ভট্টাচার্য, শিপ্রা গুন ও আশিস নাথ প্রমুখ সম্মানিত অতিথি সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত হিতাধিকারিরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে মন্ত্রী রাজ্য সরকার থেকে প্রদান করা এই অনুদান গুলির মাধ্যমে জনগণ কী ভাবে উপকৃত হচ্ছেন তার বয়ান তুলে ধরেন। তিনি বর্তমান রাজ্য সরকার থেকে বন্টন করা নতুন রেশন কার্ড ও অন্যান্য প্রকল্প সম্পর্কে আগের ও বর্তমানের তুলনাত্মক তথ্য জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত দীপক জিডুং। পাশাপাশি, দুই বিধায়ক, বিজেপি সভাপতি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ কর্মের ভূয়সী প্রশংসা করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূখী প্রকল্পের মাধ্যমে জনগণের জীবনে কি ভাবে স্বচ্ছলতা এসেছে তার বর্ণনা করেন।

শ্রীভূমিতে অনুদান প্রদান মন্ত্রী কৌশিক রায়ের

এদিনের অনুদান বণ্টন অনুষ্ঠানে জেলার মাইক্রো ফাইন্যান্স ইন্সেনটিভ বা মাইক্রো ফাইন্যান্সের ঋণ মুকুব হিসেবে ৩৪২৫ জনকে নো ডিউ সার্টিফিকেট প্রদানের সূচনা করে কয়েক জন হিতাধিকারীর হাতে নো ডিউ সার্টিফিকেট তুলে দেন মন্ত্রী সহ বিশিষ্ট জনেরা। পাশাপাশি এদিন বন্যা ও ঘূর্ণি ঝড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ২৩৬ জনকে ১ লক্ষ ২০ হাজার টাকা ও আংশিকভাবে ক্ষতিগ্রস্থ পাকা ঘরের জন্য ৬৫০০ টাকা এবং কাঁচা ঘরের জন্য ৪০০০ টাকার অনুদান রাশি সরাসরি ৪৫২২২ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদানের সূচনা করা হয়। এছাড়া এতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের জন্য সিড ক্যাপিটালের অনুদান হিসেবে ১৭৩ টি স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি সদস্যদের প্রয়োজনীয় রাশি প্রদান করা হচ্ছে।

শ্রীভূমিতে অনুদান প্রদান মন্ত্রী কৌশিক রায়ের

Author

Spread the News