ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের আর্বিভাব তিথি পালন শিলচরে

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : মাঘ পূর্ণিমা তথা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৮ তম আর্বিভাব তিথি উপলক্ষে শিলচর তারাপুর চান্দমারি রোডের ভারত সেবাশ্রম সংঘে শিলচর আশ্রম প্রাঙ্গনে নানান সংঘের ধর্মীয় কার্যসূচীর মাধ্যমে দুই দিনব্যাপী চলে এক বিরাট মহোৎসব। ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ বলেন, জগৎগুরু স্বামী প্রনবানন্দ মহারাজ ছিলেন সনাতনী ধর্মের এক অবতার, তাঁর সৃষ্টি ভারত সেবাশ্রম সংঘের সাধু-ভক্তরা যৌথভাবে আজ সমগ্ৰ পৃথিবীব্যাপী চলে আসছে দুঃখী ও পীড়িতদের মধ্যে বিভিন্ন ভাবে সেবা প্রদান করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, সঙসঙ্গীত, আচার্য্য বারণ ও পূজারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রবিবার মঙ্গলারতি, অন্নকূট ভোগ ও পূজারতি, প্রায় ৬ হাজার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন, যোগাসন প্রদশন, লাঠি খেলা, সন্ধ্যা ৫-৩০ মিনিটে ১২৮ টি প্রদীপ প্রজ্বলন, ৬টায় ধর্ম-শিক্ষা-সংস্কৃতি সম্মেলন ও ৭টায় শান্তি যজ্ঞ ও পূজারতি, ৭-৩০ মিনিটে বীরভাবোদ্দীপক পূজারতির মাধ্যমে এই  ভারত সেবা সংঘের শিলচর শাখার মাঙ্গলিক বার্ষিক উৎসবের সমাপ্তি ঘটছে। উক্ত ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের জামসেদপুর শাখার অধ্যক্ষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বামী শুভ্রানন্দজি মহারাজ।

Author

Spread the News