২১ এপ্রিল জিসি কলেজে ছাত্র সংসদ নির্বাচন

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : শিলচর গুরুচরণ কলেজের ছাত্র সংসদের নির্বাচনে দশটি পদে কুড়ি জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন দুই প্রার্থী।

দশটি পদে কুড়ি জন প্রার্থী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’জন_____

আগামী ২১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে বেলা দু’টা অবদি চলবে ভোট গ্রহণ পর্ব। নির্বাচনে নির্দল প্রার্থী ছাড়াও এবিভিপি, এআইডিএসও, তৃণমূলের ছাত্র সংগঠনের সমর্থিত প্রার্থী রয়েছেন।

প্রার্থীরা হলেন, সভাপতি পদে অঞ্জুমা আকতার লস্কর ও রোহিত চন্দ। সহসভাপতি পদে রিপন চৌধুরী ও স্নেহাংশুশেখর ভট্টাচার্য। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন দীপালি দাস, নন্দিনী ঘোষ ও তুষার ঘোষ। সহ সাধারণ সম্পাদক পদে এ রোহন সিংহ, অঙ্কুশ দেব ও লিটন দাস। সহকারী সাধারণ সম্পাদক (গার্লস) পদে একজন মাত্র প্রার্থী মহাদ্রি রায়। ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন দু’জন গৌতম দাস ও রাকেশ সিংহ। সাংস্কৃতিক সম্পাদকে রয়েছেন বিশাল দাস ও গোবিন্দ পাল। ম্যাগাজিন সম্পাদক অভিষেক আচার্য। বয়েজ কমনরুম সম্পাদক বিশাল নাথ ও জাবির আহমেদ লস্কর। গার্লস কমনরুম সম্পাদক পদে দীপা দাস ও ঋতিকা খেরসা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মহাদ্রি রায় ও অভিষেক আচার্য এবিভিপির সমর্থিত প্রার্থী। প্রার্থীরা জোরদার প্রচার অভিযান চালাচ্ছে বলে জানা যায়।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News