ডিএসএ-র বিজিএম ১৬ জুলাই দিনক্ষণ স্থির করে দিল এওএ

পর্যবেক্ষক হিসেবে অমলেশ চৌধুরী ও শৈবাল সেনগুপ্তকে নিয়োগ_____

বরাক তরঙ্গ, ১ জুলাই : এবারে সরাসরি চিঠি মারফত শিলচর জেলা ক্রীড়া সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম)-এর দিনক্ষণ স্থির করে দিল আসাম অলিম্পিক সংস্থা (এওএ)। সেই হিসেবে আগামী ১৬ জুলাই হবে বিজিএম। আসাম অলিম্পিক সংস্থার সচিব লক্ষ্য কোওর শনিবার এ মর্মে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সচিব বিজেন্দ্র প্রসাদ সিংকে এক পত্র মারফত এ খবর জানিয়েছেন। একই সঙ্গে তিনি এওএ সচিব ডিএসএ-র এই সভায় পর্যবেক্ষক হিসেবে দুইজন প্রতিনিধিকে নিয়োগ করেছেন। সভায় নিয়োগপ্রাপ্ত এওএ-র প্রতিনিধি হিসেবে থাকবেন  করিমগঞ্জ জেলা‌ ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শৈবাল সেনগুপ্ত। উভয়ের উপস্থিতিতে বিজিএম হবে।

ডিএসএ-র বিজিএম ১৬ জুলাই দিনক্ষণ স্থির করে দিল এওএ

উল্লেখ্য, গত ২৫ জুন বিজিএম হওয়ার কথা ছিল। কিন্তু এর তিনদিন আগে কাছাড় জেলা প্রশাসনের এক চিঠির পরিপ্রেক্ষিতে ২৩ তারিখ সন্ধ্যায় জিবি মিটিং ডেকে বি জি স্থগিত রাখা হয়। সেই সময় আসাম অলিম্পিক সংস্থার সচিব লক্ষ্য কোঁওর এক অফিসিয়াল পত্রের মাধ্যমে সে সভা পিছিয়ে নেয়ার কথা বলেছিলেন। তাতে তিনিও শহরের বন্যাতঙ্ক মাথায় রেখে বিজিএম স্থগিতের পক্ষে সওয়াল করেন। এবার দুজন পর্যবেক্ষকের নাম ঘোষণা করে লক্ষ্য কোঁওর সেই রাস্তা পরিষ্কার করে দিলেন।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News