বরাকে লোকসংস্কৃতির প্রচার, প্রসার ও চর্চার জন্যই মাসিক লোককণ্ঠ : অনুপকুমার
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : বরাকে লোকসংস্কৃতির প্রচার, প্রসার ও চর্চার জন্যই মাসিক লোককণ্ঠ অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত লোকমঞ্চ। বরাক উপত্যকার ঐতিহ্য লোকসংগীত ও লোকনৃত্য পরিবেশনের মাধ্যমে আমাদের কৃষ্টি ও সংস্কৃতিকে মেলে ধরার প্রয়াসই হচ্ছে সংস্থার উদ্দেশ্য। রবিবার শহরের পার্ক রোডস্থিত শিলচর সঙ্গীত বিদ্যালয় ভবনে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আয়োজিত মাসিক লোককণ্ঠ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি অনুপকুমার রায় এই মন্তব্য করেন। তিনি বলেন, উপত্যকার নতুন নতুন শিল্পীদের মঞ্চে এনে সুযোগ করে দিতে আমাদের সংস্থা বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক ভাস্কর দাস বলেন লোকমঞ্চের জন্মলগ্ন থেকেই এধরণের প্রয়াস চলে আসছে। বরাকের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে তুলে ধরার লক্ষে সম্মিলিত লোকমঞ্চ সর্বোচ্চ দিয়ে কাজ করছে।
এদিন উদ্বোধনী সঙ্গীত হিসাবে প্রখ্যাত শিল্পী মনোরঞ্জন মালাকারের লেখা ও সুর সম্বলিত “সম্মিলিত লোকমঞ্চ প্রেমের সারি বাইয়া রে–” গান দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং এতে অংশগ্রহণ করেন সম্মিলিত লোকমঞ্চের শিল্পীরা। তারপর ক্রমান্বয়ে সমবেত ও একক গান তথা নৃত্য পরিবেশিত হয়। রূপম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার তরফে সমবেত সংগীত পরিবেশিত হয় এবং তা পরিচালনায় ছিলেন নীলাঞ্জন পাল। সন্দীপ ভট্টাচার্য্যের পরিচালনায় শ্রুতি মিউজিক অ্যাকাডেমির শিল্পীরা অসাধারণ সমবেত গান পরিবেশন করেন।
এছাড়া দুধপাতিল নাট্য সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের পরিবেশনায় সমবেত সংগীত পরিবেশিত হয়, পরিচালনায় ছিলেন সর্বশ্রী নাথ। এদিনের অনুষ্ঠানে দুধপাতিল নাট্য সাংস্কৃতিক সংস্থার শিল্পী ঋতুপর্ণা নাথ, রিতীকা দেবনাথ ও স্বাগতা দেবনাথের পরিবেশিত লোকনৃত্য উপস্থিত সকলের নজর কাড়তে সক্ষম হয়। তাছাড়াও এদিনের অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন তন্দ্রা রায়, টিংকু রী, প্রিয়াঙ্কা দাস, রাজশ্রী নাথ, কৃষ্ণ দাস। সমবেত কন্ঠে পরিবেশিত গানে লোকমঞ্চের শিল্পী মঙ্গলা নাথ মনিমিতা গোস্বামী, দুলন পালিত, ঝলসা নাথ, জুয়েল নাথ, জলি শুক্লবৈদ্য প্রমুখ অংশ নেন। গোটা অনুষ্ঠানে যন্ত্র-সঙ্গীতে ছিলেন তবলায় ভাস্কর দাস, দোতারায় তীর্থলাল দাস, বাংলা ঢোলে রত্নজয় নাথ ও বাঁশিতে সাগর দাস।
এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী সভাপতি রসরাজ দাস, সহসভাপতি পিনাকপাণি নাথ, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, যুগ্ম সম্পাদিকা অঙ্কিতা ভট্টাচার্য, প্রচার সম্পাদক কমলেশ দাশ, সামাজিক সম্পাদিকা সুমনা দাস, দীপক নাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সাধারণ সম্পাদিকা সপ্তমিতা নাথ। এক প্রেস বার্তায় সম্মিলিত লোকমঞ্চের প্রচার সম্পাদক কমলেশ দাশ এ খবর জানিয়েছেন।