বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : দক্ষিণ কামরূপের গরৈমারির আচলপাড়ায় এক অভিযানে বিরাট সাফল্য পেল কামরূপ পুলিশ। আচলপাড়ায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কামরূপ জেলা পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চোরাই মালামাল, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লক্ষ টাকারও বেশি।
সূত্র অনুযায়ী, কামরূপ জেলা পুলিশের এক বৃহৎ দল আচলপাড়ার ফশজুর রহমান নামের এক ব্যক্তির ডেম্পো গাড়িকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে সন্দেহের তালিকায় থাকা ওই গাড়ি তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কয়েকটি চোরাং সামগ্রী বাজেয়াপ্ত করে।
এই অভিযানের ফলে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চোরাচালান চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।


