ধুবড়িতে আরও এক জেহাদি গ্রেফতার

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : ধুবড়ি জেলায় আরও এক জেহাদি গ্রেফতার করেছে এসটিটফ। ‘মোস্ট ওয়ান্টেড’ জেহাদি শাহিনুর ইসলামকে ধুবড়ি থেকে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা সামগ্রীগুলির মধ্যে বই এবং নথি রয়েছে। পুলিশ নুরিলিজা নামে একটি ৮২৯ পৃষ্ঠার উর্দু বই, জানা ওয়াহিদ নামে একটি ৪৭ পৃষ্ঠার হাতে লেখা বই, আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, মোবাইল ফোন এবং অন্যান্য নথি সহ বেশ কয়েকটি অপরাধমূলক জিনিস বাজেয়াপ্তকরেছে।

ধুবড়িতে আরও এক জেহাদি গ্রেফতার

Author

Spread the News