বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি: চিকিৎসক হিসেবে কোনও বৈধ ডিগ্রি না থাকলেও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মেহেরপুরের কমরুল ইসলাম মজুমদার। পেশাগতভাবে তিনি একজন রেডিওগ্রাফার। অবশেষে অসম কাউন্সিল অব মেডিক্যাল রেজিস্ট্রেশনের ভিজিল্যান্স অফিসারের দায়ের করা এজাহারের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ভিজিল্যান্স অফিসারের এজাহার অনুযায়ী, শিলচর–হাইলাকান্দি রোডে সেকেন্ড লিংক রোড মোড় সংলগ্ন মজুমদার ক্লিনিকে বসে কমরুল ইসলাম রোগীদের চিকিৎসা করতেন। তাঁর ব্যবহৃত প্রেসক্রিপশনে নিজেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির হাসপাতালে কর্মরত বলে উল্লেখ করা ছিল। ভিজিল্যান্স অফিসার এজাহার দায়ের করার পর কয়েক মাস ধরে পুলিশ এই ভুয়া চিকিৎসক কমরুল ইসলামের খোঁজ চালাচ্ছিল। দীর্ঘদিন তার সন্ধান না মিললেও মঙ্গলবার তাকে নাগালে পেয়ে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়।



