শিলচর শঙ্কর মঠ ও মিশনের বার্ষিক উৎসব ২০ ও ২১ জানুয়ারি
বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সোনাই রোডের মহাপ্রভু সরণির শিলচর শঙ্কর মঠ ও মিশনের স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে মিশন। মহারাজের ১১৫ তম জন্মবার্ষিকী এবং শিলচর শংকর মঠ ও মিশনের মিশনের ৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা অবধি মিশন প্রাঙ্গনে দেশ-বিদেশ থেকে আগত সাধু-সন্ন্যাসীদের প্রবচন পাঠ রয়েছে। ২০ জানুয়ারি ব্রহ্মমুহূর্তে মঙ্গলারতি, “হরিও” কীর্তন সহকারে নগর পরিক্রমা,গৈরিক পতাকা উত্তোলন, চণ্ডীপাঠ, মহারুদ্র অভিষেক, গুরু পূজা, দীক্ষা দান, সাধু ভান্ডারা ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। সনাতন ধর্ম সম্মেলন, গীতা পাঠ, স্ত্রোত্র পাঠ, রাম নাম সংকীর্তন, হনুমান চালিশা পাঠ রয়েছে।
এ ছাড়া দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। গীতা যজ্ঞের অধিবাস এবং ২১ জানুয়ারি চণ্ডীপাঠ, গুরু পূজা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, সমবেত প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভক্তবৃন্দদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।