অসম সাহিত্য পুরস্কার ও সাহিত্যিক পেনশন ঘোষণা

বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : রাজ্য সরকার ২০২৫–২৬ বর্ষের অসম সাহিত্য পুরস্কার  ও সাহিত্যিক পেনশন ঘোষণা করেছে। এ বছর ১৮ জন বিশিষ্ট লেখককে সাহিত্য পুরস্কার এবং ১০ জন সাহিত্যিককে সাহিত্যিক পেনশন প্রদান করা হবে। শিক্ষামন্ত্রী রণোজ পেগু সামাজিক মাধ্যমের মাধ্যমে এই তথ্য জানান। অসমের সাহিত্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা ও পেনশনের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী।

২০২৫–২৬ বর্ষের অসম সাহিত্য পুরস্কার  প্রাপকরা হলেন ফনীন্দ্রকুমার দেব চৌধুরী (কামরূপ মহানগর), ড. সূর্যকান্ত হাজরিকা (কামরূপ মহানগর), কিশোরীমোহন দাস (বরপেটা), পূর্ণকুমার শর্মা (বিশ্বনাথ), অৰ্পণা কোঁওর (ডিব্রুগড়), আশুতোষ দাস (হাইলাকান্দি), ড. পূর্ণ ভট্টাচার্য (কামরূপ মহানগর), সজল পাল (কামরূপ মহানগর), উর্মিলা চক্রবর্তী (কামরূপ মহানগর), ভবেনচন্দ্র কোচ (কার্বি আংলং), সারদা প্রসাদ মুসাহারি (কোকরাঝাড়), গুরমাল্য সিং (নগাঁও), ফণী কৈরী (শিবসাগর), ড. যতীন বরুয়া (শোণিতপুর), শুভাষচন্দ্র সিনহা (শ্রীভূমি), বরুয়াকান্ত ব্ৰহ্ম (তামুলপুর), গিরিশ সন্দিকৈ (তিনসুকিয়া) ও সুবর্ণ শইকিয়া (গোলাঘাট)।

২০২৫–২৬ বর্ষের সাহিত্যিক পেনশন প্রাপকরা হলেন গুঞ্জনকুমার ফুকন (বিশ্বনাথ), দিলীপচন্দন শর্মা (কামরূপ মহানগর), শান্তনু কৌশিক বরুয়া (কামরূপ মহানগর), মিহির দেউরী (কামরূপ মহানগর), রঞ্জিৎ হাজরিকা (কামরূপ মহানগর), শশীধর দেউরী (লখিমপুর), কমলকুমার জৈন (নলবাড়ি), সোনবর বরুয়া (তামুলপুর), যতীন মরাণ (তিনসুকিয়া)ও থানেশ্বর গওয়ারি (কার্বি আংলং)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *