শিলচর রামনগরে নিম্নমানের ড্রেন নির্মাণে ক্ষোভ

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : শিলচর রামনগরের আইএসবিটি সংলগ্ন জাতীয় সড়ক এলাকায় এনএইচআইডিসিএলের অধীনে ঠিকাদার ভিত্তিক ড্রেন নির্মাণ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। নিকিল পাল, আলহাজ জলাল উদ্দিন বড়ভূইয়া, জাবেদ হোসেন বড়ভূইয়া, কপিল সাহানি, তাজ উদ্দিন লস্কর ও জুবায়ের হোসেন বড়ভূইয়ারা জানান, বর্তমান সরকার দ্রুত গতিতে রাস্তা ও জল নিষ্কাশনের কাজ এগিয়ে নেওয়ায় তারা সন্তুষ্ট এবং বিশেষ করে  মুখ্যমন্ত্রীর ভূমিকাকে প্রশংসা করেছেন। তবে ঠিকাদারের কাজের মান নিয়ে তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, নির্মিত ড্রেনে ছোট রড, অপ্রতুল সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়েছে। ফলে অনেক স্থানে ফাটল ধরেছে এবং প্লাস্টার সহজেই উঠে যাচ্ছে। তাছাড়া ড্রেনে জল যাওয়ার স্লোপ ঠিকমতো দেওয়া হয়নি, ফলে বর্ষার সময় জলাবদ্ধতার সমস্যা আরও প্রকট হতে পারে।

শহরের অন্যান্য অংশে নির্মাণ সংস্থার ড্রেন কাজ যথেষ্ট ভালো হয়েছে বলে তারা উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ এলাকা পরিদর্শন করে কাজের মান উন্নয়ন করবে, অন্যথায় তারা গণ প্রতিবাদে নামতে বাধ্য হবেন।
তাঁরা জানান, শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্য ইতিমধ্যেই সোনাই রোড ও রামনগর এলাকার কাজ পরিদর্শন করেছেন এবং বিভাগীয় কর্তৃপক্ষকে গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তাই তারা সাংসদকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *