বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : ত্রিপুরার ছাত্র অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় গুয়াহাটির উলুবাড়িতে এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিলের আহ্বানে একটি কেন্ডেল মার্চ এর আয়োজন করা হয়। উলুবাড়ির ভলবো পয়েন্টে এঞ্জেল চাকমার স্মৃতিতে একটি অস্থায়ী শোকবেদী স্থাপন করে সেখানে এক মিনিট নিরবতাও পালন করা হয়।
এআইডিএসও’র অসম রাজ্য কাউন্সিলের সম্পাদক হেমন্ত পেগু বলেন, এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। বর্তমানে শাসকগোষ্ঠী দেশে বর্ণবাদী-সাম্প্রদায়িক-উন্মাদনাকে রুখতে কোনও প্রচেষ্টা করছে না এর ফলে এর বহু নিরপরাধ মানুষ এর শিকার হচ্ছে। তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর, উত্তরাখণ্ডে পাঠরত অ্যাঞ্জেল চাকমা ও তার ভাই মিচেল চাকমা কিছু জিনিস কিনতে নিকটবর্তী একটি বাজারে গেলে সেখানে বর্ণগত গালাগাল দিয়ে পরিকল্পিতভাবে কিছু দুস্কৃতিকারী তাদের উপর বর্বর আক্রমণ করে। এঞ্জেল চাকমা এতে গুরুতর আহত হয় এবং ২৬ ডিসেম্বর উত্তরাখণ্ডের একটি হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। নিরীহ নিরপরাধ মানুষের উপর এধরনের প্রাণঘাতী হামলা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এআইডিএসও অ্যাঞ্জেল চাকমার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এছাড়াও সাম্প্রদায়িক, বর্ণবাদী, বিচ্ছিন্নতাবাদী প্রতিক্রিয়াশীল শক্তিগুলোর বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের প্রতিবাদে সোচ্চার হতে আহ্বান জানান।



