বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : পাঁচগ্ৰামে রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার পাঁচগ্ৰাম রেলস্টেশন এলাকায় রেললাইনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের মতে, শুক্রবার বিকেল তিনটে নাগাদ রেললাইনের ওপর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, দিনের দুপুরের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর হলেও এখন পর্যন্ত কেউ তার সঠিক পরিচয় শনাক্ত করতে পারেননি।
ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করলে খবর দেওয়া হয় রেলওয়ে পুলিশ (আরপিএফ) ও পাঁচগ্ৰাম পুলিশকে। ঘটনাস্থলে উপস্থিত হন আরপিএফ ও পাঁচগ্ৰাম পুলিশ। এবং মরদেহ উদ্ধার করা হয়।



