মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমসু)র শ্রীভুমি জেলা কমিটির উদ্যোগে আছিমগঞ্জ গেট তিমাথায় অনুষ্ঠিত হয় বিশাল জণ জাগরণ সমাবেশ। শনিবার শ্রীভূমি জেলা আমসুর উদ্যোগে আয়োজিত সভায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলতে থাকে এই অনুষ্ঠান। শ্রীভূমি জেলা আমসুর সভাপতি মওলানা বাহারুল ইসলাম এর পৌরোহিত্বে চলিত সভায় প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেন ছাত্র সংগঠন আমসু কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার। তিনি বক্তব্যে রাজ্যের পিছিয়েপড়া মানুষের কল্যাণের স্বার্থে গঠনমূলক বক্তব্য রাখেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট কোনও জাতিকে টার্গেট করা নুংরা রাজনীতি করা মোটেই কাম্য নয়। তাছাড়া হিমন্তের মিয়া এবং বাংলাদেশি তকমা প্রদান করা বক্তব্যে ধিক্কার জানান তিনি।
বিশেষ অতিথির আসন গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলাম। তিনি এনআরসি সহ বাল্য বিবাহ ও শিক্ষার প্রচার ও প্রসার নিয়ে বিস্তারিত তথ্য এবং জাতির উদ্দেশ্যে চেতনামূলক বক্তব্য রাখেন। সম্মানিত অতিথি হিসেবে আমসুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুদ্দুস আলি সরকার সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে অসংখ্য প্রতিনিধি উপস্থিত থাকেন। অপরদিকে কেন্দ্রীয় আমসুর সাংগঠনিক ও সীমান্ত সম্পাদক কাজি সাদিক আখতার সংগঠনের দীর্ঘকালের কার্যক্রম ও শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত তথ্য নিজ বক্তব্যে তুলে ধরেন। এই বিশাল সভার আয়োজনে আমসুর শ্রীভুমি জেলা কমিটির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন জেলা আমসুর সাধারণ সম্পাদক সালমান আহমেদ, আফজাল হোসেন তাপাদার, বদরুল ইসলাম, সহ-সভাপতি মাহমুদ হোসেন, হাবিবুর রহমান এবং কার্যকারী সভাপতি মাওলানা লোকমান আহমেদ প্রমুখ। তাছাড়া রাতাবাড়ি, বাজারঘাট, রামকৃষ্ণ নগর, লঙ্গাইভ্যালি, করিমগঞ্জ টাউন, আছিমগঞ্জ, পাথারকান্দি, বদরপুর, কাঠালতলী, ভাঙ্গা এবং কটামনি সহ বেশ কয়েকটি আঞ্চলিক কমিটির যৌথ প্রয়াসে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। কার্যক্রমে সহযোগিতা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জমির উদ্দিন, হাইলাকান্দি জেলা সভাপতি আফজাল হোসেন বড়ভূইয়া এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের শ্রীভুমী জেলা উপদেষ্টা কবি আসহাব উদ্দিন তালুকদার, মওলানা সুফিয়ান আহমেদ, আবু সুফিয়ান, মাস্টার হোসেন আহমেদ, ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী, সমাজসেবি আহাদ উদ্দিন তালুকদার, মুক্তার আহমেদ, আমসুর প্রাক্তন জেলা সভাপতি ফখরুল ইসলাম সহ অন্যান্যরা। এদিনের সভায় প্রায় পাঁচ সহস্রাধিকের অধিক মানুষের সমাগম হয় বলে বিজ্ঞ মহলে অনুমান।


