বন্দুকমারা-ধোয়ারবন্দ পূর্ত সড়ক বেহাল, অবিলম্বে সংস্কার কাজ শুরু না হলে আন্দোলনের হুমকি আমসু-র

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : হাইলাকান্দি বন্দুকমারা থেকে ধোয়ারবন্ধ শিলচরের রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। সংস্কারের দাবি জানালো অল আসাম মাইনোরিটি স্টুডেন্টস ইউনিয়নের (আমসু) হাইলাকান্দি জেলা কমিটি। হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে অল আসাম মাইনোরিটি স্টুডেন্টস ইউনিয়নের সহসম্পাদক রবিজুল ইসলাম লস্কর বলেন, হাইলাকান্দি জেলার বন্দুকমারা রোড থেকে শিলচর ধোয়ারবন্ধের রাস্তার অবস্থা অত্যন্ত সূচনীয় এবং বেহাল এই রাস্তার মধ্যে মধ্যে বড় বড় গর্ত দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। যেকোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে। তাছাড়াও ওই রাস্তা দিয়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকার আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হয়।

রবিজুল ইসলাম লস্কর ক্ষোভের সঙ্গে বলেন, বন্দুকমারা ধোয়ারবন্ধ শিলচর রাস্তা বেহাল হওয়ার দরুন এই রাস্তা দিয়ে হাইলাকান্দি জেলার রোগীদেরকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যেতেও বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যার দরুন সঠিক সময়ে রোগীদের মেডিক্যাল কলেজে নিয়ে পৌঁছানো সম্ভব না হওয়ায় অনেক রোগীর মৃত্যু ঘটে। অল আসাম মাইনোরিটি স্টুডেন্টস ইউনিয়নের

হাইলাকান্দি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক রবিজুল ইসলাম অতিসত্বর বন্দুকমারা-ধোয়ারবন্দ শিলচরের পূর্ত সড়কটির অতিসত্বর সংস্কারের জন্য হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া এবং পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যে দৃষ্টি আকর্ষণ করে সংস্কারের দাবি জানান। পাশাপাশি তিনি হাইলাকান্দি জেলা প্রশাসন ও রাজ্য সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, অতিসত্বর তাদের দাবি পূরণ করা না হলে আমসুর হাইলাকান্দি এবং শিলচর জেলা কমিটির যৌথ উদ্যোগে বরাক উপত্যকা জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

Author

Spread the News