বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : বিশেষ বিমানে গুয়াহাটিতে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনভর কর্মসূচি নিয়ে সোমবার তিনি অসমে এসেছেন।
আজ প্রথমে নগাঁও জেলায় বটদ্রবা প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বটদ্রবা প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। বিকেলে গুয়াহাটিতে পুলিশ কমিশনারেটের কার্যালয়ের উদ্বোধন করবেন অমিত শাহ। একই সঙ্গে তিনি গুয়াহাটিতে Integrated Command and Control Centre-এরও উদ্বোধন করবেন। সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জ্যোতি–বিষ্ণু প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন। এই প্রেক্ষাগৃহে ৫ হাজার আসনের ব্যবস্থা রয়েছে এবং এটি উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ প্রেক্ষাগৃহ। এ ছাড়াও বিকেলের দিকে শহিদ স্মারকে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উল্লেখ্য, রবিবার রাতে অমিত শাহের গুয়াহাটিতে পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে রবিবারের অসম সফর বাতিল হয়েছিল।


