বিজেপি সরকার অল্প দিনেই অ্যাপ্রোচ সহ সেতুর কাজ শেষ করেছে : আমিনুল
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ডুগরিপার সেতুর চুড়ান্ত প্রস্ততির খোঁজ নিলেন সোনাইর প্রাক্তন বিধায়ক তথা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমিনুল হক লস্কর, উধারবন্দের বিধায়ক, মিহিরকান্তি সোম ও জেলাপরিষদের সভাপতি অমিতাভ রাই। রাজ্যের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার নির্দেশে এদিন তারা অনুষ্ঠানস্তলের যাবতীয় খুটিনাটি খতিয়ে দেখেন। চুড়ান্ত প্রস্ততির বিষয়ে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সাংবাদিকদের জানান, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুন গগৈ সরকারের আমলে সিএম প্যাকেজ সেতুটির শিলান্যাস করা হলেও বিজেপি সরকারের হাতে সেতুর কাজ সমাপ্ত হয়েছে।
তিনি বলেন, বিজেপি সরকার থাকায় কম দিনের ভেতরে অ্যাপ্রোচ সহ সেতুর কাজ শেষ হয়েছে। আমিনুল এও বলেন, কাছাড় জেলার মধ্যে ইতিহাসে নজির গড়ছেন মুখ্যমন্ত্রী। একই দিনে বৃহৎ চারটি প্রকল্পের মধ্যে তিনটির উদ্বোধন ও ডিসি অফিসের শিলান্যাস করা হবে। মিহির সোম ও বিজেপি সরকারের ভুয়সী প্রশংসা করেন।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।