নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রন্ধন গ্যাস, পেট্রোল-ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম দ্বিগুণ হয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে বলে অভিযোগ করেছেন অসমের প্রাক্তন ডেপুটি স্পিকার ও সোনাই বিধানসভার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর।
রবিবার সন্ধ্যায় সোনাই বিধানসভার অন্তর্গত বাঁশকান্দিতে আয়োজিত এক নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি সরকার উন্নয়নের পরিবর্তে বিভাজনের রাজনীতি করছে। মুসলমানদের বঞ্চিত করে ভোটব্যাঙ্ক তৈরি করা হচ্ছে এবং গরিব-মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা আজ সংকটের মুখে। তিনি আরও অভিযোগ করেন, কালো টাকা ফেরত, কর্মসংস্থান ও মূল্যনিয়ন্ত্রণ—এই সব প্রতিশ্রুতি বিজেপি সরকার রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পাশাপাশি উচ্ছেদ অভিযান ও সংখ্যালঘুদের টার্গেট করার অভিযোগ তুলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।
সভায় বর্তমান সোনাই বিধায়কের বিরুদ্ধেও উন্নয়নের ব্যর্থতার অভিযোগ তোলেন আমিনুল হক লস্কর। সবশেষে তিনি বলেন, মানুষ এখন সরকারের প্রকৃত চেহারা বুঝে গেছে এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় ফিরবে বলে তিনি আশাবাদী।
সভায় কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।



