স্কুল থেকে আর বাড়ি ফেরা হল না আবিদার, লরির ধাক্কায় মৃত্যু

বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : স্কুল থেকে আর বাড়ি ফেরা হল না ছাত্রীর। স্কুল ছুটির পর সড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় প্রাণ হারালো সৈদপুর ৭৮২ নং এলপি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী আবিদা বেগম লস্কর। বৃহস্পতিবার বেলা একটা নাগাদ শিলচর-আইজল জাতীয় সড়কের দক্ষিণ সৈদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, রফিকুল আলম লস্করের আট বছরের শিশুকন্যা আবিদা জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি বারো চাকার লরি ধাক্কা মারে। এতে গুরুতর আহত অবস্থায় আবিদাকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তার মাথায় মারাত্মক জখম হয়। সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করা হয়। বিকেল চার টা নাগাদ চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

শিলচর-আইজল জাতীয় সড়কের দক্ষিণ সৈদপুর এলাকায় লরির ধাক্কায় মৃত্যু ছাত্রীর____

স্কুল থেকে আর বাড়ি ফেরা হল না আবিদার, লরির ধাক্কায় মৃত্যু

এ দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পৌঁছে পুলিশ ও সিআরপিএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল সহ মোতায়েন করা হয় সিআরপিএফ। এই মর্মান্তিক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ দিকে, খবর পেয়ে ছুটে আসে রাঙ্গিরখাড়ি পুলিশ। জেলা প্রশাসনের তরফে ছুটে আসেন এডিসি কিষান চোরাই। তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

Author

Spread the News