রাজ্যে ভয়ঙ্কর দুর্ঘটনা! অ্যাম্বুলেন্স ও নৈশবাসের মুখোমুখি, হত ৩

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : সাতসকালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটলো রাজ্যে। অ্যাম্বুলেন্স ও নৈশবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন লোক। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় তিনসুকিয়ার মাকুম শুকান পুখুরী এলাকায়।

জানা যায়, গুয়াহ অভিমুখী AS 01 KC 7799 নম্বরের দীপ ট্রাভেলসের একটি নৈশবাস এবং ডিগবয়ের পাবই দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মধ্যে ঘটে মুখোমুখি সংঘর্ষ। অ্যাম্বুলেন্সের নম্বর হল AS 01 RC 5473।

দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা মোট আটজনের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তিনসুকিয়ায় স্থানান্তর করা হয়েছে। নৈশবাসে থাকা যাত্রীদের কোনও আঘাত লাগেনি বলে সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত চলছে।
ছবি সৌজন্যে news18 assam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *