বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : ধলাই বিধানসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ আমড়াঘাট–মোহনখাল সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন আমড়াঘাট অটো চালক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। পিএমজিএসওয়াই পূর্ত সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। গভীর গর্ত, ভাঙাচোরা পথ এবং চলাচলের অযোগ্য অবস্থার কারণে স্থানীয়দের দুর্ভোগ চরমে উঠেছে। বেহাল সড়কের দরুন প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
এই পরিস্থিতির প্রতিবাদে আমড়াঘাট অটো চালক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অটো চালকদের অভিযোগ— বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো পর্যন্ত কোনও মেরামতির কাজ শুরু হয়নি। এ নিয়ে ধলাই বিধায়কের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।
বিক্ষোভকারীরা রাস্তা সংস্কারের দাবি জানিয়ে মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেন।


