সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : অমলেন্দু ভট্টাচার্য

হাইলাকান্দি রোটারি ক্লাবে শিক্ষক সম্মাননা_____

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : এক সুন্দর সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই একজন শিক্ষককে আদর্শবান হতে হবে।কারন তার উপরই একটি প্রজন্মের ভবিষ্যৎ ন্যাস্ত। কিন্তু এখনও সম্পূর্ণ রূপে পরিকাঠামো উন্নয়ন না হওয়ায় অনেক সময়ই সমস্যায় পড়তে হয়।তবে শিক্ষকরা নিরলসভাবে তাদের কাজ করে যাচ্ছেন। বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ, লোকগবেষক শিলচর গুরুচরণ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড০ অমলেন্দু ভট্টাচার্য মঙ্গলবার হাইলাকান্দি রোটারি ক্লাবের শিক্ষক দিবস অনুষ্ঠানে এভাবেই বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন উদহারণের মাধ্যমে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন পরামর্শ তুলে ধরার পাশাপাশি বরাক উপত্যকায় শিক্ষা ক্ষেত্রে প্রসারের কাজে যুক্ত বিভিন্ন শিক্ষাবিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : অমলেন্দু ভট্টাচার্য

ক্লাব সভাপতি বিজয়িনী ভট্টাচার্যের পৌরহিত্য অনুষ্ঠানের শুরুতে সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন মুখ্য অতিথি ড০ অমলেন্দু ভট্টাচার্য সহ সম্মানিত অতিথি হাইলাকান্দি এসএস কলেজর অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর, হাইলাকান্দি, লালা ও কাটলিছড়া খণ্ড শিক্ষা আধিকারিক যথাক্রমে রাজেশ চক্রবর্তী, পার্থপ্রতীম চক্রবর্তী ও নজমুল হক লস্কর সহ অন্যান্যরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন বিদূষী নাথ মজুমদার ও পৌষালী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ক্লাব সভাপতি বিজয়িনী ভট্টাচার্য উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং নিজের ছাত্র জীবনের বিভিন্ন মুহূর্তের কথা স্মরণ করে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানান। এদিন এসএস কলেজের অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর ঐতিহাসিক প্রেক্ষাপটে ড০ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি রোটারি ক্লাবের আয়োজনের ও সাধুবাদ জানান। এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন তিন খণ্ড শিক্ষাধিকারিক। রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি তথা বর্তমান পাবলিক ইমেজ চেয়ারম্যান হরকিশোর চন্দ রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন নিয়ে আলোকপাত করেন। এদিন লিটারেসি চেয়ারম্যান ইন্দ্রনীল চক্রবর্তী ও সেপ্টেম্বর মাসের প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য তুলে ধরে প্রারম্ভিক সভা পরিচালনা করেন। দ্বিতীয় পর্ব পরিচালনা করেন প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী।

সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : অমলেন্দু ভট্টাচার্য

এদিন জেলার দশজন কৃতি শিক্ষককে সংবর্ধনা জানান আমন্ত্রিত অতিথি সহ ক্লাব সদস্যরা।এবছর আলাগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের পিজিটি শিক্ষক সুব্রত পুরকায়স্থ, পাঁচগ্রাম টাউন হাইয়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল শুক্কুর চৌধুরী, দক্ষিণ হাইলাকান্দি র কালীবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক শংকর চক্রবর্তী, কৈয়া মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌসুমি দাস, লক্ষীনগর মডেল হাইয়ার সেকেন্ডারি স্কুলের সহকারী শিক্ষক কনওর লাল ছত্রী, নরসিংপুর বাগানের বি আর তুসনিয়াল এলপি স্কুলের সহকারী শিক্ষিকা জাহানারা বেগম, ৭৫ নং নিমাইচান্দপুর এলপি স্কুলের প্রধান শিক্ষিকা বিজয়া সিংহ,সরসপুর চা বাগান এলাকার বালাকান্দি শিশু কল্যাণ এলপি স্কুলের প্রধান শিক্ষিকা অরুন্ধতী গোস্বামী, গ্লোবাল পাবলিক সেন্ট্রাল স্কুলের সহকারী শিক্ষিক মধুসূদন ভট্টাচার্য ও রয়েল পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের সহকারী শিক্ষক শরফ আহমেদ মজুমদার কে ক্লাবের পক্ষ থেকে মানপত্র, কলম ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়।

সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : অমলেন্দু ভট্টাচার্য

ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন সভাপতি সমীরণ পাল, হরকিশোর চন্দ, বিভাভূষণ চক্রবর্তী, ইন্দ্রনীল চক্রবর্তী, লুৎফর রহমান বড়ভূইয়া,রোটারেক্ট ক্লাব সভাপতি সৌরিন দেব  ও  অতিথিদের পাশাপাশি সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। এছাড়াও এদিন আমন্ত্রিত সিআরসিসি ও অন্যান্য শিক্ষকদের ও ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় ও কলম দিয়ে সম্মান জানানো হয়। পাশাপাশি রোটারি ক্লাবের সভাপতি বিজয়িনী ভট্টাচার্য রোটারি ও রোটারেক্ট ক্লাবের শিক্ষক সদস্য দের ও সম্মান জানান। এদিন ক্লাবের প্রাক্তন সভাপতি অসিত কুমার পাল ও কানাইয়া সারদা সহ রোটারেক্ট ক্লাবের সদস্য নারায়ন পাল ও মানসজ্যোতি দেব উপস্থিত ছিলেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ক্লাব সম্পাদক লুৎফর রহমান বড়ভূইয়া।

Author

Spread the News