শিলচরে ফ্লাইওভার নিয়ে নাগরিক সভা, মতভেদ থাকলেও এক সুরে উন্নয়নের ডাক

বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : শহরের যানজট নিরসনে প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে বঙ্গভবনে আয়োজিত নাগরিক সভা ঘিরে নানা মত উঠে এলেও শেষ পর্যন্ত উঠে আসে একীভূত বার্তা। শিলচরের উন্নয়নের স্বার্থে ফ্লাইওভার নির্মাণ হোক এমনটাই মত প্রকাশ করেন নাগরিকরা। বুধবার সভার আয়োজন করেছিল প্রশাসন। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, অসিত দত্ত, সিপিএম নেতা দুলাল মিত্র, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরকায়স্থ, এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নাগরিকদের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় মূলত সেন্ট্রাল রোডের ব্যবসায়ীরা তাঁদের আপত্তির কথা তুলে ধরেন। তাঁদের আশঙ্কা, ফ্লাইওভার নির্মাণ হলে রাস্তায় ব্যবসার ক্ষতি হতে পারে, দোকানে ক্রেতার সংখ্যা কমে যাবে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হবে। তাঁরা প্রকল্পের পুনর্বিবেচনার দাবি জানান।

অন্যদিকে, শহরের অধিকাংশ নাগরিক ও বক্তা জানান, দীর্ঘদিনের যানজটের অবসান ঘটাতে ফ্লাইওভার অত্যন্ত জরুরি। তাঁদের মতে, উন্নয়নের পথে কিছু সাময়িক অসুবিধা মেনে নিতে হবে, কারণ শহরের ভবিষ্যতের স্বার্থেই এই প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন। সভা শেষে সিদ্ধান্ত হয়, সব পক্ষের মতামত প্রশাসনের কাছে লিখিতভাবে পাঠানো হবে এবং নাগরিকদের উদ্বেগ দূর করে ফ্লাইওভার নির্মাণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *