সর্বভারতীয় সভাপতি, ফড়নবীশের দিকেই পাল্লা ভারী
২ আগস্ট : কে হতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ? বর্তমান সভাপতি জে পি নাড্ডার মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই। তারপরই তাঁর জায়গা নেবেন নতুন সভাপতি। নানা নাম চারিদিকে ঘোরাফেরা করলেও একজন কিন্তু সবার থেকে এগিয়ে। জে পি নাড্ডা বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী। বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রায় চূড়ান্ত করে ফেলেছে সর্বভারতীয় সভাপতির নাম। জানা গিয়েছে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের দিকেই পাল্লা ভারী। তিনিই হতে পারেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি।
চলতি বছরের শেষদিকে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। তারপর দেবেন্দ্র ফড়নবীশকে দায়িত্ব দেওএয়া হবে কিনা তা নিয়ে চলছে জোর আলোচনা। সেখানে বিজেপি হাইকমান্ড কতটা অপেক্ষা করবেন তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে জানা গিয়েছে বিধানসভা ভোটের আগেই ফড়নবীশ দিল্লিতে আসবেন। সেখানেই শেষ কথা হয়ে যাবে। ২৮ জুলাই দেবেন্দ্র ফড়নবীশ তার পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন। এরপর নিজের এক্স হ্যান্ডেলে ফড়নবীশ লিখেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিয়েছি। প্রতিবার তাঁর সঙ্গে দেখা করার পর আমি অন্য উদ্যোগ অনুভব করি।