থার্মোকল ককসিড দিয়ে উড়োজাহাজ, উড়ল আকাশে
সাহাবাদের স্কুল শিক্ষক এখন নেট দুনিয়ায় ভাইরাল !
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : থার্মকোল ককসিড দিয়ে হুবহু উড়োজাহাজ বানিয়ে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিলেন এক স্কুল শিক্ষক। রিমোট কন্ট্রোলের সাহায্যে আকাশে উড়ল উড়োজাহাজটি। হাইলাকান্দি জেলার সাহাবাদ বাজারের এই শিক্ষকের এমন প্রতিভা এখন ভাইরাল। সাহাবাদ প্রথম খণ্ডের বাসিন্দা পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক আলি হুসেন চৌধুরীর এই অবিশ্বাস্য বৈজ্ঞানিক দক্ষতা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। শিক্ষক আলি হুসেনের এমন দক্ষতাকে অনেকে স্যালুট জানাচ্ছেন। উড়োজাহাজ বানিয়ে আকাশে উড়াবেন এটি ছিল তার দীর্ঘদিনের এক লালিত স্বপ্ন। কিন্তু সময়ে সুযোগে আর হয়ে উঠেনি। দীর্ঘ ছয় মাস থেকে এর পেছনে লেগে ছিলেন। স্কুল বন্ধের দিন এবং রাতে এর পেছনে সময় ব্যয় করতেন। অবশেষে সফল হলেন।
যার নাম দিলেন -” AIR INDIA A 390 AIR BUS” যার বাহির দেখতে কোন কম নয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট থেকে। একদম হবহু এয়ার ইন্ডিয়ার স্টিকার লাগানো রয়েছে। ৫ ফুট বাই ৫ ফুট এই বিমানে রয়েছে সিগন্যাল লাইট, রাডার, এলোরন, এলোবেটার, রিমোট কন্ট্রোল টান্সমিটার, রিসিভার, বিএলডিসি মটর, ২টি প্রফেলার, ৫টি সার্ভো মটর, ২টি ইএসসি স্পিড কন্ট্রোলার, সার্ভো টেস্টার, ব্যাটারি, ৩টি ল্যান্ডিং গিয়ার।
শনিবার পরীক্ষামূলক ভাবে উড়োজাহাজটিকে ফ্লাই করানো হয়। যদিও গ্রামের ভিতরে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে উড়োজাহাজটিকে উড়ানোর চেষ্টা সফল হয়। বাড়ির সামনে থাকা পূর্ত সড়ককে রানওয়ে বানিয়ে যথারীতি রানওয়ে দিয়ে বিমান আকাশে উড়িয়ে দিলেন তিনি। কিন্তু সুপারি গাছে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে।তবে শিক্ষক আলি হুসেনের কথায় আজকের ফ্লাই ছিল সম্পূর্ণ পরীক্ষামুলক। এখনও অনেক কাজ বাকী আছে। বাকি কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে আনুষ্ঠানিক ভাবে এই বিমানকে ফ্লাই করানো হবে।