২৫ নভেম্বর : আফগানিস্তানের খোস্ত প্রদেশে এয়ার স্ট্রাইক চালাল পাকিস্তান। সীমান্ত সংলগ্ন গুরবুজ জেলার মুঘলগাই এলাকায় বোমাবর্ষণে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তালিবান সূত্রে জানা গিয়েছে, ওই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ৯টি শিশু। স্থানীয়রা দাবি করেছেন, ভোরবেলায় কোনও পূর্ব সতর্কতা ছাড়াই এই হামলা হয়। ঘটনার নিন্দা জানিয়েছে আফগান কর্তৃপক্ষ এবং তদন্তের দাবি তুলেছে।
মঙ্গলবার আফগানিস্তানের তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তালেবান মুখপাত্র জানান, সোমবার দিবাগত মধ্যরাতে খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি বাহিনী ওয়ালিয়াত খান নামের এক স্থানীয় বেসামরিক নাগরিকের বসতবাড়িতে এই বোমা বর্ষণ করে। হামলার ফলে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, এই হামলায় পাঁচজন ছেলে ও চারজন মেয়েসহ মোট নয় শিশু এবং একজন নারী মৃত্যু বরণ করেছেন।


