বিমানবাহিনীর নয়া প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত
৩০ সেপ্টেম্বর : সোমবার বিমানবাহিনীর নয়া প্রধান হিসেবে দায়িত্ব নিলেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং। এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি। এপি সিং ২০২৩-এর ফেব্রুয়ারিতে বিমানবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবার প্রধানের দায়িত্ব নিলেন। ১৯৬৪ সালে জন্ম এপি সিংয়ের। ১৯৮৪-তে তিনি বিমানবাহিনীতে যোগ দেন। প্রায় ৪০ বছর ধরে তিনি বিমানবাহিনীতে কর্মরত।
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এই প্রাক্তন ছাত্রের ৫ হাজার ঘণ্টারও বেশি এয়ারক্রাফট ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি অপারেশনাল ফাইটার স্কোয়াড্রন এবং একটি ফ্রন্টলাইন এয়ার বেসকে নেতৃত্ব দিয়েছেন।
এছাড়া পাইলট হিসেবে রাশিয়ার মস্কোতে মিগ-২৯ আপগ্রেড প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের নেতৃত্বে ছিলেন এপি সিং। লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজসের ফ্লাইট পরীক্ষার দায়িত্বে ছিলেন তিনি। সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডে, ইস্টার্ন এয়ার কমান্ডে গুরুত্ব পূর্ণ দায়িত্ব সামলেছেন বিমানবাহিনীর নয়া প্রধান। এয়ার মার্শাল অমরপ্রীত সিং পরম বিশেষ সেবা পদক এবং অতি বিশেষ সেবা পদক প্রাপক।