দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন

৩০ সেপ্টেম্বর : ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সেই খবর পেতেই আত্মহারা হয়ে পড়েন তিনি। সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, ‘না ম্যায় হাস সাকতা হুঁ, না খুশি মে রো সাকতা হুঁ। আজ বলার মতো কোনও ভাষা আমার নেই। আমার কেমন অনুভূতি হচ্ছে, তা বুঝতে পারছি না।’ মিঠুন আরও বলেন, ‘আমি উত্তর কলকাতার গলি থেকে উঠে এসেছি। কলকাতার একটি গলির ছেলে এরকম সম্মান পাচ্ছে, আমি স্বপ্নেও কোনওদিন তা ভাবিনি। আমি খুব খুশি। এই সম্মান আমি আমার পরিবার ও সব ভক্তকে উৎসর্গ করছি।’

মিঠুন চক্রবর্তীকে দেওয়া হবে দাদাসাহেব ফালকে সম্মান (Dadasaheb Phalke Award)। সোমবার এক্স হ্যান্ডেলে এই সম্মান ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হবেন মিঠুন চক্রবর্তী।

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন

Author

Spread the News