অগ্ৰনী ক্লাবের হিরণবালা রায় স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন আরআর বি টিম

প্রয়াত সুশীল ও মীরা চৌধুরী স্মৃতি ভেটারেন ৮- এ সাইট নাইট ক্রিকেট শুরু____

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : শিলচর অগ্ৰনী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে হিরণবালা রায় স্মৃতি প্রাইজমানি ৮ এ-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টে এবং সুশীল ও মীরা চৌধুরী স্মৃতি ভেটারেন ৮ এ-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে। বৃহস্পতিবার রাতে হিরণবালা রায় স্মৃতি প্রাইজমানি ৮ এ-সাইড ক্রিকেটের ফাইনাল ও ভেটারেন ৮ এ-সাইড নাইট ক্রিকেটের শুরু হয়।

হিরনবালা রায় স্মৃতি ৮ এ-সাইড প্রাইজমানি ক্রিকেটে চ্যম্পিয়ন হল আরআর বি টিম। তারা হারায় টাইগার জোনকে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি সহ নগদ অর্থ তুলে দেন সম্মানিত অতিথি কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, স্টেডিয়াম সচিব আশিস চক্রবর্তী, এজিএস অজয় রায়, জেলা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান সিনিয়র কোচ রাজীব দাস, বিশিষ্ট আইনজীবী সৌমেন চৌধুরী, ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎযাপন কমিটির চেয়ারম্যান গোপিকানাথ ভট্টাচার্য, আহ্বায়ক রনেন্দ্র চৌধুরী (অঙ্কু), প্রাক্তন সভাপতি শঙ্কর দাস, কার্যকরী সদস্য সজল ভট্টাচার্য, সুলভ রায়, দীপম পুরকায়স্থ, অসীম দাস সহ উক্ত ক্লাবের ক্রিয়া সম্পাদক পিণাকপানি দাস ও পরিচালনায় থাকা টিংকু দাস, রূপক চক্রবর্তী, সুজিত দাস (বুরু), রাজ দেব, শুভ মিত্র বিশ্বাস প্রমুখ।

অগ্ৰনী ক্লাবের হিরণবালা রায় স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন আরআর বি টিম

বক্তব্যে কাছাড় জেলা বিজেপির সভাপতি তথা হিরনবালা রায় স্মৃতি নাইট ক্রিকেট প্রতিযোগিতার স্পন্সার বিমলেন্দু রায় বলেন, ঐতিহ্যবাহী অগ্ৰনী ক্লাবের সুবর্ণ জয়ন্তীর অঙ্গ হিসেবে তাঁর প্রয়াত মা হিরনবালা রায়ের নামে এই নাইট ক্রিকেট খেলাটির আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য ক্লাবের প্রত্যেক সদস্য সহ অংশগ্রহণকারী প্রত্যেকজন খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ সহ যুব সমাজকে খেলার দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান।

অগ্ৰনী ক্লাবের হিরণবালা রায় স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন আরআর বি টিম

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বর্তমানে শিলচর এলাকার ঐতিহ্যবাহী অগ্ৰনী ক্লাব সহ সঙ্গে থাকা নিউ শিলচরের একমাত্র ময়দানটির নাম সুনামের সঙ্গে পরিচিত এই অঞ্চলের সর্বস্তরের ক্রীড়া প্রেমীদের কাছে, এই ক্লাবের মাঠটির সুরক্ষা সহ উন্নতির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। সেই সঙ্গে অগ্ৰনী ক্লাবের সুবর্ণ জয়ন্তীর অঙ্গ হিসেবে হাতে নেওয়া বছরব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়ার পরিচালনায় থাকা আব্বায়ক রনেন্দ্র চৌধুরী (অঙ্কু) সহ ক্লাবের প্রত্যেক সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে, এ দিন এই ক্লাবের বর্তমান ও প্রাক্তনী সদস্যদের দ্বারা অনুষ্ঠানিকভাবে সৌজন্যমূলক ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে সূচনা হওয়া প্রয়াত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি ভেটারেন ৮- এ সাইট নাইট ক্রিকেট টুর্নামেন্ট চলবে আগামী রবিবার অবদি। এ দিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় থাকা ক্রিকেট টুর্নামেন্টে শিলচরের প্রতিভাবান দুই আম্পিয়ার সঞ্জীব রায় ও বিশাল তিওয়ারি, স্কোরার রীতম দেব ও পান্না সাহা ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। সবশেষে ক্ষুদে নৃত্যশিল্পী পুনম ধর ও তার সহযোগী নৃত্যশিল্পীদের দ্বারা নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় হিরণবালা রায় স্মৃতি প্রাইজমানি ৮ এ-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশ নেয়।

Author

Spread the News