বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : মঙ্গলবার অগপর কাছাড় জেলা কমিটির একটি প্রতিনিধিদল কাছাড় জেলা &x&নার মৃদুল যাদবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল শিলচর থেকে ভাইরেংটি পর্যন্ত ভারতমালা প্রকল্পের প্রথম পর্যায়ে রাস্তা নির্মাণের জন্য রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড এলাকায় খাস জমির ওপর দীর্ঘদিন ধরে বসবাসরত পরিবারগুলির ক্ষতিপূরণ প্রদানের দাবিকে সরকার যেন অনুমোদন করে, সে বিষয়ে আলোচনা করা। প্রতিনিধি দলের পক্ষ থেকে জেলা প্রশাসন, মুখ্যমন্ত্রী এবং ভারত সরকারকে ধন্যবাদ জানানো হয় প্রকল্পটি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের জন্য। একইসঙ্গে দাবি জানানো হয়, যাঁদের রাস্তা নির্মাণের ফলে বসবাসযোগ্য জমি হারাতে হয়েছে, তাঁদের পুনর্বাসনের সুব্যবস্থা করে সরকারি জমি বরাদ্দ দেওয়া হোক।জেলা কমিশনার মৃদুল যাদব অগপ প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন, ভারতমালা প্রকল্পের কারণে যাঁরা বাসস্থান হারিয়েছেন, তাঁদের জন্য পর্যাপ্ত জমি বরাদ্দ ও পুনর্বাসনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।পরে অগপ প্রতিনিধিদল এডিসি (স্বাস্থ্য ও ভূমি অধিগ্রহণ) খালিদা সুলতানা বরভূইয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করেন এবং রংপুর খাস জমির ক্ষতিপূরণ প্রক্রিয়ায় তাঁর নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিনের শেষে প্রতিনিধিদল জেলা কৃষি বিভাগের ডিএও ড. এআর. আহমেদয়ের অফিসে যান এবং কৃষি বিভাগের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কৃষি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা কমিটির কার্যকরী সদস্য মণিতন সিংহ, দুই সাধারণ সম্পাদক সুজিত শর্মা ও মমিনুল হক লস্কর,মশিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন) সহ-সভাপতি প্রদীপ সিনহা, কৃষক পরিষদের শিলচরের সভাপতি কুতুব উদ্দিন বড়ভূইয়া, সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হুসেন লস্কর, কৃষক পরিষদের জেলা সভাপতি আহমেদ সায়েদ বড়ভূইয়া, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হুসেন লস্কর, সহ-সম্পাদক দীপ ভট্টাচার্য্য ও আলতাব বড়ভূইয়া প্রমুখ।



