আগরতলা জগাইবাড়ি মাদ্রাসায় সংবর্ধিত সাংবাদিক মুজির
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত করিমগঞ্জ জেলার অসম-ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলি এলাকার সাংবাদিক মুজির উদ্দিনকে সংবর্ধনা জানাল আগরতলা জগাইবাড়ি মাদ্রাসা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মাদ্রাসা প্রেক্ষাগৃহে তাকে বিভিন্ন উপহার সামগ্রী সহ মানপত্র দিয়ে সম্মাননা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন জগাইবাড়ি মাদ্রাসার মুহতমিম মওলানা জাকির হোসেন, ধর্মনগর জেলা যুব নদওয়ার সম্পাদক মওলানা হাবিবুল্লাহ, জম্পুইজেলা প্রেস ক্লাবের সভাপতি মওলানা আমির হোসেন, হাফিজ বুরহান উদ্দিন, দারুস সাকাফাতিল ইসলামিয়ার পরিচালক মওলানা রিয়াজুদ্দিন আলজলিলি সহ আরও অনেক। এদিন রোমাল, ফুলের তোড়া কলম ডায়রি ও একটি পুস্তক সহ মাদ্রাসার মুখপত্র জামিয়া দর্পন দিয়ে সাংবাদিক মুজির উদ্দিনকে সংবর্ধনা জানান হয়।
এদিকে আগরতলার বিশালগড়, প্রমোদনগরে আরও কয়েকটি সংস্থার পক্ষ থেকেও তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। সংবর্ধিত সাংবাদিক মুজির উদ্দিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধন্যবাদ জানান। এবং আগামী দিনে সমাজের হয়ে কাজ করার জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন মুজির উদ্দিন।
উল্লেখ্য, বিশ্বমানব ধর্মবিকাশ পরিষদের পক্ষ থেকে এবছর আন্তর্জাতিক স্বর্ণপদক লাভ করেন সাংবাদিক মুজির উদ্দিন। সেই সঙ্গে ড. ভূপেন হাজরিকা স্মৃতি স্মারক সম্মাননায় ভুষিত হন তিনি। এর আগে বেশকিছু সংস্থার পক্ষ থেকেও বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।