ফের বিচ্ছিন্ন দক্ষিণ ধলাইয়ের তিনটি জিপি, বাঁশের সেতু ভাসিয়ে গেল

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : ফের বিচ্ছিন্ন হয়ে পড়লেন দক্ষিণ ধলাইয়ের তিনটি জিপির জনগণ। ভাগার রুকনি সেতু ভেঙে যসওয়ার পর সংশ্লিষ্ট বিভাগ হেঁটে চলাচল করার জন্য বাঁশ দিয়ে একটি সেতু তৈরি করে ছিল। কিন্ত সেতুটি এক পনেরো দিনই থাকলো না, ভেসে গেল। দু’দিনের বৃষ্টিতে রুকনির জল বেড়ে যাওয়ায় স্রোতে ভেসে গেল বাঁশের সেতুটি। রবিবার গভীর রাতে এমন ঘটনায় বৃহত্তর অঞ্চলের জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হচ্ছে স্কুল কলেজের পড়ুয়া সহ জরুরী কাজে বাজারে আসা লোকদের। চরম বিপাকে মানুষ।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাত ৮ টায় অতিরিক্ত ভার বহন করতে না পেরে ভেঙে যায় ভাগা-শেরখান সড়কের রুকনি নদীর উপর থাকা আরসিসি সেতুটি। সেতু বিপর্যয়ের পর চরম বিপাকে পড়েন দক্ষিণ ধলাইয়ের তিনটি জিপির পঞ্চাশ হাজারের মতো মানুষ সহ মিজোরামের এক বৃহৎ অংশের জনগণ। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে পায়ে হেঁটে চলাচলের জন্য নির্মাণ করে দেওয়া হয় একটি বাঁশের সেতু।   নির্মাণের সময়ই স্থানীয় মানুষ এমন ঘটনার আশঙ্কা করেছিলেন। ঠিক তেমনই হল। নদীর জলস্তরের সঙ্গে গা মিশিয়ে অপরিকল্পিতভাবে প্রায় দুই লক্ষ টাকা ব্যয় করে বাঁশের নির্মাণ করা হয়। টানা বৃষ্টিতে নদীর জল বেড়ে যাওয়ায় স্রোতের সঙ্গে ভাসিয়ে যায় বাঁশের সেতুটি। ফলে ফের দুর্ভোগের মুখে পড়েছেন জনতা।

এ দিকে, সেতুটি ভাসিয়ে গেলে বিভাগীয় কোন কর্তা সোমবার সেখানে পৌঁছাননি বলে ক্ষোভ ব্যক্ত করেন জনতা।

ফের বিচ্ছিন্ন দক্ষিণ ধলাইয়ের তিনটি জিপি, বাঁশের সেতু ভাসিয়ে গেল
ফের বিচ্ছিন্ন দক্ষিণ ধলাইয়ের তিনটি জিপি, বাঁশের সেতু ভাসিয়ে গেল

Author

Spread the News