বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : ফের কাটিগড়ার কালাইনছড়া পুলিশ চেক গেটে একটি লরি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের বার্মিজ সিগারেট। সঙ্গে এক সরবরাহকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কাছাড় থেকে মেঘালয় অভিমুখী AS -26C-9599 নম্বরের একটি লরিতে কালাইনছড়া পুলিশ চেক গেটে কর্মরত পুলিশকর্মীরা তল্লাশি চালিয়ে উদ্ধার করেন কার্টুন কার্টুন ভর্তি বার্মিজ সিগারেট। লরি থেকে উদ্ধার হয়েছে মোট ২৯০ কার্টুন সিগারেট। বর্তমানে বার্মিজ সিগারেট গুমড়া পুলিশের হেফাজতে রয়েছে।
ফের কালাইনছড়া পুলিশ চেক গেটে বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ১


