সোনিয়ার সমাবেশের পরই রাজস্থান কংগ্রেসের একগুচ্ছ প্রথম সারির নেতা বিজেপিতে

৮ এপ্রিল : সোনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গের সমাবেশের পরের দিনই একগুচ্ছ কংগ্রেস নেতা যোগ দিলেন বিজেপিতে। তালিকায় রয়েছেন সে রাজ্যের প্রাক্তন বিধায়ক গঙ্গাজল মীল, রয়েছেন হনুমান মীল, যিনি বিধানসভা ভোটে কংগ্রেসের হয়ে ভোট লড়েছিলেন, এছাড়াও রাজস্থান কংগ্রেসের একগুচ্ছ প্রথম সারির নেতা। হাতের হাত ছেড়ে সুশীল শর্মা অভিযোগ করেছেন, দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। তাঁর আরও অভিযোগ, দীর্ঘদিন দলের হয়ে কাজ করার পরেও, এই মুহূর্তে কর্মীদের কথা শোনার জন্য কেউ নেই।

রাম মন্দির ইস্যুতে কংগ্রেসের অবস্থান তাঁর মতো সনাতন ধর্মে বিশ্বাসীদের গভীরভাবে আঘাত করেছে। শুধু হাত শিবিরের প্রতি অভিযোগ নয়, কেন্দ্র সরকারের প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে। তিনি বলেন, মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার শুধু দেশে নয়, বিদেশেও দক্ষতা প্রমাণ করেছে। সেই কারণেই জাতীয়তাবাদী ভাবনা থেকে তিনি কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে।

Author

Spread the News