মণিপুরের পর অসমে নারীদের অর্ধনগ্ন বিক্ষোভ, উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা শীলসাকোতে

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : শীলসাকোতে অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ করছেন নারীরা। শুক্রবার একাংশ নারী অর্ধনগ্ন হয়ে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।

উচ্ছেদকে কেন্দ্র করে শীলসাঁকোতে উত্তেজনা বিরাজ করছে।১৫০ বিঘা জমি উচ্ছেদ করতে নামে পুলিশ প্রশাসন। এর প্রতিবাদে এলাকার বাসিন্দারা বিক্ষোভ করেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়। প্রতিবাদী কয়েকজনকে আটক করার পাশাপাশি ছাত্রমুক্তির সম্পাদক বিদ্যুৎ শইকিয়াকেও আটক করেছে পুলিশ।

প্রশাসন ইতিমধ্যে কয়েক একর জমি উচ্ছেদ করেছে। এতে দিশেহারা এলাকার বাসিন্দারা। কোনো অবস্থাতেই শিলসাকো উচ্ছেদ বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল সরকার। শিলসাকোর বাসিন্দারা তাদের অবস্থানের ওপর জোর দিয়েছেন

মণিপুরের পর অসমে নারীদের অর্ধনগ্ন বিক্ষোভ, উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা শীলসাকোতে

উল্লেখ্য,অসমে মহিলাদের এমন প্রতিবাদ আগে কখনও হয়নি। মণিপুরের পর অসমে নারীদের অর্ধনগ্ন বিক্ষোভে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দেখা গেছে।

এ ধরনের ঘটনা সরকারের কর্মকাণ্ড নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এমন সময়ে যখন সরকার একে অমরত্ব বলছে। যে সরকার বলে আসছে নারী ও শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে, তারা মনে হয় নারীদের আবেদনে কর্ণপাত করেনি।

শিলসাকোর সীমানা নির্ধারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। উচ্ছেদের সময় সরকার বারবার এই খিলঞ্জিয়াদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।

এদিকে, উচ্ছেদকৃত জমিতে অনেক নেতা-মন্ত্রীর সম্পত্তিও রয়েছে। জমিতে একটি জিঞ্জার হোটেলও রয়েছে। জিঞ্জার হোটেল কেন এখনো উচ্ছেদ করা হয়নি তাও বড় প্রশ্ন।

আজকের দিনটিকে অসমের ইতিহাসে একটি কালো দিন বলে মনে হচ্ছে। এ মাসটিকে সরকার পুষ্টি মাস হিসেবে পালন করবে। এই মাসের শুরুতে আদিবাসী মহিলাদের অর্ধনগ্ন বিক্ষোভ ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দেয়৷

Author

Spread the News