বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থের উদ্যোগে শিলচর-শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পর এবার শিলচর – রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেনেও যুক্ত হচ্ছে এলএইচবি কোচ। এসম্পর্কে ১০ ডিসেম্বর এক নোটিফিকেশন জারি করেছে এন এফ রেলওয়ে। নোটিফিকেশন অনুয়ায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি শিলচর থেকে রঙ্গিয়ার উদ্দেশ্য এবং পরদিন, ১২ ফেব্রুয়ারি রঙ্গিয়া থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এলএইচবি যুক্ত এক্সপ্রেস ট্রেনটি। সপ্তাহে ছয় দীন যাতায়াত করা ১৫৬১২ এবং ১৫৬১১ নম্বরের শিলচর – রঙ্গিয়া ট্রেনের দুটি রেক এতদিন ছিল আইসিএফ কোচ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনেও ছিল মান্ধাতা আমলের সেই কোচ। ফলে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতেন ট্রেন যাত্রীরা। এনিয়ে বিস্তর অভিযোগ করেন তারা। এমনকি একাধিক বার রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয় বিষয়টি।
কণাদ পুরকায়স্থ রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর তাঁর কাছেও আইসিএফ কোচ বদলে এল এইচ বি তে পরিবর্তন করার দাবি জানান সাধারণ যাত্রী এবং রেলের কর্মচারী ইউনিয়ন। দিল্লি পাড়ি দিয়েই সমস্যা সমাধানে অতি তৎপর হয়ে উঠেন সাংসদ কণাদ পুরকায়স্থ। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে বরাকের রেল যাত্রীদের সমস্যার কথা তুলে ধরেন। এরপরই টনক নড়েছে রেল মন্ত্রণালয়ের। অতি সম্প্রতি দূরপাল্লার শিলচর- শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের চারটি রেক এলএইচবি কোচে পরিবর্তিত করা হয়। সাড়ম্বরে শিলচর থেকে এল এইচ বি কোচে পরিবর্তিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অব করেন সাংসদ কণাদ পুরকায়স্থ। এবার শিলচর-রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেনেও যুক্ত হল এর এইচ বি কোচে। সেজন্য সাংসদ কণাদ পুরকায়স্থকে সাধুবাদ জানিয়েছেন রেলের নিত্যযাত্রী সহ কর্মচারী ইউনিয়ন।


