চাল রপ্তানিতে ভারতের পর মায়ানমারের নিষেধাজ্ঞা
২৭ আগস্ট : রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা দেওয়ার পর বিশ্ব বাজারে বেড়েছে চালের দাম। ঠিক সেই সময় চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মায়ানমার। মায়ানমার রাইস ফেডারেশনের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, চলতি আগস্ট মাসের শেষ নাগাদ থেকে প্রায় ৪৫ দিনের সাময়িকভাবে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে। অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ার কারণেই সরকার রপ্তানি সীমিত করতে বাধ্য হচ্ছে।
প্রতিবেদনে জানা যায়, বিশ্বে চালের বাজারে ভারত বা থাইল্যান্ডের মতো বড় প্রভাবশালী দেশ নয় মায়ানমার। তবে এমন সময় দেশটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যখন আন্তর্জাতিক বাজারে চালের যোগান এমনিতেই কম। এই ঘোষণা চালের বাজার আরও অস্থির করবে এবং ভোক্তাদের উদ্বেগ বাড়াবে।