ধলাই উপনির্বাচনে চা-বাগানের প্রার্থী চাই, শ্রমিকদের দাবি
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : যত দিন যাচ্ছে ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সব রাজনৈতিক দলের টিকিটের দাবিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। অন্যদিকে, চা-শ্রমিকদের নেতা সহ একজন সমাজকর্মী হিসেবে সুপরিচিত রাজকুমার দাসের পক্ষে ধলাই বিধানসভার অন্তর্ভুক্ত ১২ টি বাগানের শ্রমিকেরা আগামী ধলাই কেন্দ্রের উপনির্বাচনে তাঁকে বিজেপি দলের টিকিট প্রদানের জোরালো দাবি উঠছে। শনিবার বিকেলে দার্বি চা-বাগানের শ্রমিকরা রাজকুমার দাসকে বিজেপি দলের টিকিটের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাগান পঞ্চায়েত নাক্কা পাঁশী বলেন, স্বাধীনতার পর থেকে কোনও বাগান শ্রমিকের সন্তান ধলাই বিধানসভার কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়ে অসম বিধানসভায় যাননি। তাই এইবার শাসকদল বিজেপির ধলাইর একনিষ্ঠ কর্মী তথা সমাজকর্মী রাজকুমার দাসকে দলীয় টিকিট প্রদান করলে ১২ টি বাগানের শ্রমিকেরা বিনা শর্তে তাঁর পক্ষে কাজ করবেন। আগামী উপনির্বাচনে তাঁকে অসম বিধানসভায় বিধায়ক হিসেবে নির্বাচিত করে পাঠাবেন বলে মন্তব্য করেন। সম্পাদক শঙ্কর রবিদাস বলেন, এইবার উপনির্বাচনে বহিরাগত প্রার্থীকে না ভূমিপুত্র সমাজকর্মী তথা চা-শ্রমিকের সন্তান রাজকুমার দাসকে বিজেপি দলের টিকিট দেওয়া একান্ত প্রয়োজন। কেননা, ধলাই বিধানসভার ১২ টি বাগানের চা-শ্রমিকদের একই দাবি উঠে আসছে বহিরাগত প্রার্থী না একজন ভূমিপূত্র প্রার্থী চাই।
এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চম রবিদাস, গোলাপ যাদব, সনাতন পাঁশী, গোলাপ ধুবি, শিপাল ধুবি, মনিলাল বারাটা, উর্মিলা কৈরী, হীরা কালোয়ার, কোঁওর কুর্মি, ছোটলাল ভর, অমৃত দৈরিকার সহ অন্যান্যরা।