স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রীর বিষপান, হাইলাকান্দি হাসপাতালে

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল কাটিলছড়ার বটতলায়। বিষ পান করে স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা। এ ঘটনার পর এলাকায় বেশ উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামালে ছুটে আসতে হয়েছে পুলিসসুপারকেও।

প্রতিবেশীদের বাড়ি ঘেরাও ভাঙচুর

জানা যায়, শিক্ষক তথা যুবক দীপ মোদক সোমবার বিষপান করলে সঙ্গীন অবস্থায় শিলচর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে দীপ মৃত্যুর কোলে ঢলে পড়েন। ময়নাতদন্তের পর দেহ বিকেলে কাটলিছড়ায় পৌঁছালে দেখা দেয় উত্তেজনা। প্রতিবেশীদের অভিযোগ এ ঘটনায় তার স্ত্রী মৌসুমী কংস বনিক, শ্বশুর বিমল কংস বনিক ও শাশুড়ি শুক্লা কংস বনিক দায়ী। বটতলার শতাধিক জনতা বিকালে মৌসুমীর বাড়ি ঘেরাও করেন। উত্তেজিত জনতা বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে কাটলিছড়া থানার এসআই অভিজিৎ সিনহা সদলবলে ছুটে যান। ক্রমে অবনতি হবার আশঙ্কা দেখে এসআই সিনহা এসপি লীনা দোলে, ডিএসপি সদর সুরজিৎ চৌধুরীকে অবগত করান।

স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রীর বিষপান, হাইলাকান্দি হাসপাতালে

এদিকে, কাটলিছড়া ২১ ব্যাটেলিয়ন ক্যাম্প থেকে ছুটে আসেন। এভাবে পুরো বাড়ি নিরাপত্তায় রাখা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় ডিএসপি চৌধুরী ঘটনা স্থলে এসে উত্তেজিত জনতাকে আশ্বস্ত করে বলেন, দীপের মৃত্যুতে ন্যায় পাবেন তার পরিবার। উত্তেজনার সময় দীপের স্ত্রী মৌসুমী কংস বনিক বিষ খেয়ে লুটিয়ে পড়েন। তাকে হাইলাকান্দি সিভিল  পাঠায় পুলিশ। এদিকে মৌসুমীর মা, বাবা, ভাইকে কাটলিছড়া থানায় পাঠানো হয়। বাবা বিমল ও ভাইকে কাটলিছড়া থানায় রাখা হয়েছে। পুলিশ পুরো ঘটনার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

চলতি বছরের ১৩ জুলাই দীর্ঘদিনের প্রেম থাকায় উভয় পরিবারে মধ্যে সামাজিক বিয়ে হয়েছিল দু’জনের। দীপ মোদক কাটাখাল কৃষ্ণরাম এমই স্কুলের শিক্ষক। মাত্র তিন মাস আগে বিয়ে হওয়া দীপ আত্মহত্যার পথ কেন বেছে নিলেন পুলিশের তদন্তে জানা যাবে। তবে এলাকায় চাপা উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে।

Author

Spread the News