মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ফের চুরের আতঙ্ক বাজারিছড়ায় এবার রাতের অন্ধকার নয়, প্রকাশ্য দিনের আলোতেই দুষ্কৃতীদের দৌরাত্ম্যে চাঞ্চল্য ছড়াল পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানাধীন মাকুন্দা এলাকায়। তালাবদ্ধ গৃহস্থের বাড়ির দরজার রিং কেটে গ্যাসের সিলিন্ডার ও অ্যান্ড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দিনের বেলায় ঘনবসতি এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
ঘটনার বিবরণ দিতে গিয়ে গৃহকর্তা সুরঞ্জন দাস জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি কাজের তাগিদে বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁর স্ত্রী ও পুত্রও নিজ নিজ কাজে চলে যান। যাওয়ার সময় বাড়ির প্রধান দরজায় তালা লাগানো ছিল। তবে বিকাল আনুমানিক তিনটা নাগাদ তাঁদের ছেলে বাড়িতে ফিরে এসে দরজার তালা ঝুলানো লোহার রিং কাটা অবস্থায় দেখতে পায়। বিষয়টি বুঝতে পেরে সে তৎক্ষণাৎ মাকে খবর দেয়।পরবর্তীতে ঘরে প্রবেশ করে দেখা যায়, ছেলের ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইলটি ঘরে নেই। পরে গৃহকর্তার স্ত্রী বাড়িতে ফিরে রান্নাঘরে ঢুকে দেখেন গ্যাসের সিলিন্ডারও উধাও। তাতেই তাঁদের আর বুঝতে বাকি থাকে না যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
ঘনবসতি এলাকায় দিনের আলোয় এমন চুরির ঘটনা অস্বাভাবিক মনে হওয়ায় পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। তখন প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, দুপুরের দিকে এক অপরিচিত যুবককে কাঁধে করে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে যেতে দেখা গিয়েছিল। তবে ছেলেটি বাড়ির লোকজনের পরিচিত হতে পারে ভেবে কেউ তখন সন্দেহ প্রকাশ করেননি।ঘটনার পর ওই রাতেই গৃহকর্তা সুরঞ্জন দাস বাজারিছড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজার কাটা রিং পরীক্ষা করে প্রাথমিক তদন্ত শুরু করে।
আজ একদিন পেরিয়ে গেলেও এই ঘটনায় চোরকে আটক করার কোনও খবর পাওয়া যায়নি। ফলে আতঙ্ক আরও বেড়েছে বলে জানান স্থানীয়রা।



