ফের প্রকাশনা বন্ধ হল দৈনিক প্রান্তজ্যোতি-র

ফের প্রকাশনা বন্ধ হল দৈনিক প্রান্তজ্যোতি-র

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : ৬৭ বছরের পথচলায় ফের একবার প্রকাশনা বন্ধ হল প্রান্তজ্যোতি-র। শিলচর থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্রের বর্তমান কর্ণধার নিলয় পাল ২৫ অক্টোবর, শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধের কথা ঘোষণা করেন। এ সম্পর্কে জারি করা নোটিশে তিনি উল্লেখ করেন, ‘ব্যবসায় ব্যাপক ক্ষতি এবং আর্থিক অনটনের কারণে তাঁর পক্ষে এই পত্রিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তাই ‘প্রান্তজ্যোতি দৈনিক’ প্রতিষ্ঠানটি বন্ধ করতে হল। এই নোটিশ কার্যকর হল ২৫ অক্টোবর থেকেই। প্রান্তজ্যোতি কর্তৃপক্ষের এমন আকস্মিক সিদ্ধান্তে সেখানে কর্মরত সাংবাদিক, অসাংবাদিক কর্মচারীদের মধ্যে যেমন হাহাকার সৃষ্টি হয়েছে, পাশাপাশি সংবাদ জগতেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী বাংলা পত্রিকা প্রান্তজ্যোতির যাত্রা শুরু হয় ১৯৫৭ সালের ১২ জানুয়ারি। পথচলার ৬৭ বছরে ফের একবার বন্ধ হল পত্রিকাটি। বরাক উপত্যকার সংবাদ জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব প্রতিষ্ঠাতা সম্পাদক জ্যোতিরিন্দ্র চন্দ্র দত্তের (কালাদা) হাত ধরে প্রথমে সাপ্তাহিক, পরবর্তীতে দৈনিক হয় প্রান্তজ্যোতি। ১৯৬১ সালে বাংলা ভাষার অধিকার রক্ষার লড়াইয়ে পত্রিকাটির বলিষ্ঠ ভূমিকা ছিল। খুব সময়েই পাঠক মহলে সমাদৃত ও জনপ্রিয় হয়ে ওঠে এই পত্রিকা। তবে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সবই শেষ হয়ে যায়। এরপর প্রান্তজ্যোতি প্রতিষ্ঠানের অগ্রগতিকে আর ধরে রাখা যায়নি। ২০০৯ সালে প্রথম পত্রিকার মালিকানা বদল হয়। ২০১৭ সালে ফের একবার মালিকানা বদল হয়। পত্রিকাটির নয়া কর্ণধার হন নিলয় পাল। মাত্র সাত বছরেই পত্রিকাটি বন্ধ ঘোষণা করলেন তিনি।

ফের প্রকাশনা বন্ধ হল দৈনিক প্রান্তজ্যোতি-র

Author

Spread the News