বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : শুক্রবার গভীর রাতে মহানগরীর গীতানগর থানার অন্তর্গত ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ নামের হোটেলের সামনে সংঘটিত হয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জানা গেছে, চানমারি দিক থেকে আসা অত্যন্ত দ্রুতগতির AS-01-DY-5061 নম্বরের একটি অ্যাভেঞ্জার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রীকে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনায় বাইকচালক গুরুতরভাবে আহত হন। পাশাপাশি অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রূপালী বরুয়াও আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গীতানগর থানার পুলিশ আহত বাইকচালককে দ্রুত গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল (GMCH)-এ পাঠায়। আশিস বিদ্যার্থীর পায়ে আঘাত লাগলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে তাঁর স্ত্রী রূপালী বরুয়াকে গুৱাহাটীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


