পৃথক পৃথক অভিযানে প্রায় ১২ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৫
বরাক তরঙ্গ, ২৮ জুন : পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল কাছাড় পুলিশ। শুক্রবার ভোরে মেঘালয় সীমান্তের দিগারখালে গুমড়া ও কালাইন পুলিশের যৌথ অভিযানে ভাঙা লোহা বহনকারী একটি ট্রাক থেকে হেরোইন থাকা ১৫০টি সাবান কেস উদ্ধার করা হয়। মোট ১.৮৮১ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হল রাম মুয়াং (৩০) ও মঙ্গলালেম, (৩৩)। তারা মণিপুরের লামকা থানার সিসিপুরের বাসিন্দা। অপর জন হল আরবিল কুমার (৩০)। বিহারের বৈশালীতে বাড়ি। মাদক গুলোর কালোবাজারে দাম প্রায় সাড়ে নয় কোটি টাকা। মণিপুরের চুরাচাঁদপুর থেকে আসা AS 26 C 9733 নম্বরের ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে।
এ দিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাটিগড়ার শালচাপড়ায় মাদক সহ দুই ব্যক্তিকে আটক করে এবং তাদের কাছ থেকে প্রায় ৫৬১ গ্রাম ওজনের হিরোইন উদ্ধার করে পুলিশ। ৫০টি সংখ্যক সাবানের কেসে ছিল হেরোইন। গ্রেফতারকৃতরা হল আফজাল হোসেন (৩৫), বাড়ি কালাইনের নাতানপুরে ও কাটিগড়া কালীনগরের আখতার হুসেন (৩৪)। কালোবাজারে মাদকদ্রব্যের দাম প্রায় ৩ কোটি টাকা। এ ব্যাপারে অবৈধ পরিবহনে ব্যবহৃত AS 11Y/9242 নম্বরের বহনকারী একটি মারুতি অল্টো গাড়ি আটক করা হয়েছে।